ধ্বংসললীলা। নিধনযজ্ঞ। যাই বলা হোক, মনে হচ্ছে কম বলা হচ্ছে। চারদিন ধরে তীব্র হিংসার আগুণে পোড়ার পর বৃহস্পতিবার পাারাত থেকে দিল্লি আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার দিকে এগোচ্ছে। উত্তরপূর্ব দিল্লির বিস্তীর্ণ এলাকা দেখলে মনে হবে, বোধহয় যুদ্ধ চলছিল। চারিদিকে শুধুই ধ্বংসের ধূসরতা। বাতাসে পোড়া পোড়া গন্ধ। চলতে ফিরতে আচমকা পথের পাশ থেকে উদ্ধার হচ্ছে মৃতদেহ। হিংসা যে সমাজের পক্ষে, মানবতার পক্ষে, সভ্যতার পক্ষে, কতটা ক্ষতিকর তা উত্তরপূর্ব দিল্লির এখনকার ছবিগুলো দেখলেই বোঝা যাবে। গোটা জেলা জুড়ে এখন শুধুই নিরাপত্তা বাহিনীর ভারিবুটের আওয়াজ, অ্যাম্বুল্যান্সের সাইরেন আর ঘরে ঘরে কান্নার রোল...