যোগীর খাদ্যাভ্যাসও ভারি অদ্ভূত। দুপুরের খাবার বলে কিছু নেই। পরিবর্তে, তিনি সকালের জলখাবারে খান ডালিয়া, বাটারমিল্ক এবং ফলের মতো হালকা খাবার। রাতের খান সিদ্ধ শাকসবজি, রুটি, ভাত এবং মসুর ডাল। খাবারে থাকে ন্যূনতম লবণ, মশলা ও তেল। মুখ্যমন্ত্রী হওয়ার পরও, তাঁর এই রুটিন বদলায়নি।