২০১৯ সালের ৩০ মে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন অমিত শাহ। আর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ১ জুন। প্রধানমন্ত্রী আস্থাভাজন অমিত স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে মাত্র দুমাসের মধ্যেই নেন এক ঐতিহাসিক সিদ্ধান্ত। ৫ অগস্ট ভারতীয় সংসদে দাঁড়িয়ে ঘোষণা করেন সংবিধানের ৩৭০ ধারা বাতিলের কথা। যার ফলে বিশেষ মর্যাদা হারিয়ে কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত হয় জম্মু ও কাশ্মীর।