চিনের কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গের পানাগড়ে মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট সি ১৩০ জে সুপার হারকিউলিসের ঘাঁটি বানানো হয়েছে। সেনাবাহিনীর মাউন্টেন স্ট্রাইক কোরের ডিভিশন হয়েছে পানাগড়েই। উত্তরবঙ্গের হাসিমারায় ফরাসি যুদ্ধবিমান রাফালের ঘাঁটি তৈরি হচ্ছে। বলাই বাহুল্য, এই আয়োজনের সবটাই হচ্ছে চিনের কথা মাথায় রেখে।