Diwali in Ayodhya: সরযূর তীরে আলোর মেলা, লক্ষ লক্ষ প্রদীপ জ্বালিয়ে বিশ্ব রেকর্ড করল রামনগরী অযোধ্যা

Published : Nov 03, 2021, 10:37 PM IST

দীপোৎসবে উত্তর প্রদেশের ৩২টি দল একসঙ্গে কাজ করেছে। একসঙ্গে ১২ লক্ষ মাটির প্রদীপ জ্বালিয়েছে। ৩৬ হাজার লিটার সরিষার তেল খরচ হয়েছে। দিয়াগুলি গিনেস ওয়ার্ল্ড টিম খতিয়ে দেখেছে।

PREV
110
Diwali in Ayodhya: সরযূর তীরে আলোর মেলা, লক্ষ লক্ষ প্রদীপ জ্বালিয়ে বিশ্ব রেকর্ড করল রামনগরী অযোধ্যা

দীপাবলির (Diwali) আগের সন্ধ্যায় নতুন রেকর্ড তৈরি করল অযোধ্যা (Ayodhya)। উত্তর প্রদেশের (Uttar Pradesh)পর্যটন বিভাগ ও ডক্টর রাম মনোহর লোহিয়া অবধ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ২০২১ সালে সব থেকে বেশি প্রদীপ জ্বালিয়ে  গিনেস ওয়ার্ড রেকর্ডে ( Guinness World Record) নাম তুলে ফেলল অযোধ্যা। 

210

 দুটি সংস্থার উদ্যেগ বুধবার রাম কি পৈডিতে ৯ লক্ষ মাটির প্রদীপ (oil lamps) জ্বালিয়ে ওয়ার্ড রেকর্ড তৈরি করেছে। সরযূ নদীর তীরে রাম কি পৈডিসহ অযোধ্যার বিস্তীর্ণ এলাকা জুড়েই চোখধাঁধানো আলোর মেলা দেখা গেছে।

310

স্থানীয় প্রশাসন জানিয়েছে দীপাবলি উপলক্ষ্যে অযোধ্যায় একটি জমকালো দীপোৎসবের আয়োজন করা হয়েছিল। সেই উপলক্ষ্যে রামনগরীতে সবমিলিয়ে মোট ১২ লক্ষ প্রদীপ জ্বালান হয়েছিল। যারমাধ্যে শুধুমাত্র রাম কি পৈডিতে ৯ লক্ষ মাটির প্রদীপ জ্বালান হয়। 

410

এক উদ্যোক্তা জানিয়েছে, এই দীপোৎসবে উত্তর প্রদেশের ৩২টি দল একসঙ্গে কাজ করেছে। একসঙ্গে ১২ লক্ষ মাটির প্রদীপ জ্বালিয়েছে। ৩৬ হাজার লিটার সরিষার তেল খরচ হয়েছে। দিয়াগুলি গিনেস ওয়ার্ল্ড টিম খতিয়ে দেখেছে। এখনও পর্যন্ত ৯ লক্ষ দিয়া তারা গুণেছে। যেটি একটি ওয়ার্ল্ড রেকর্ড।

510

 বাকি দিয়াগুলি গোনার কাজ এখনও চলছে। উদ্যোক্তারা আরও জানিয়েছেন রাম কি পৈডির ৩২টি ঘাটে ৯ লক্ষ প্রদীপ জ্বালান হয়েছে। আরও তিন লক্ষ প্রদীপ জ্বলছে অযোধ্যারই অন্যান্য অংশে। রাজজন্মভূমিতেও প্রদীপ জ্বালান হয়েছে।

610

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করতে টানা পাঁচ মিনিট মাটির প্রদীপ জ্বালান প্রয়োজন। সেই কারণে একসঙ্গে ১২ লক্ষ দিয়া জ্বালান হয়েছে। উদ্যোক্তাদের পক্ষ থেকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ধন্যবাদ জানান হয়েছে। 

710

 উদ্যোক্তারা জানিয়েছেন যোগী উত্তর প্রদেশের সরকার গঠনের পর প্রথমবার দীপোৎসবে একসঙ্গে ১ লক্ষ ৮০ হাজার প্রদীপ জ্বালিয়েছিলেব। সেখান থেকেই তাঁরা এই অনুপ্রেরণা পেয়েছেন। এর আগেও দীপোৎসবে সেজে উঠেছিল অযোধ্যা।

810

বিগত বছরগুলিতে দীপোৎসবে এক অনন্য নজির তৈরি করেছে অযোধ্যা। ২০১৮ সালে ৩ লক্ষেরও বেশি প্রদীপ জ্বালান হয়েছিল। ২০১৯এ সেই সংখ্যা ৫ লক্ষ ছাড়িয়েছিল। ২০২০ সালে ৫ লক্ষ ৫১ হাজার প্রদীপ জ্বালান হয়েছিল। চলতি বছর ৯ লক্ষের বেশি প্রদীপ জ্বালিয়ে রেকর্ড তৈরি করেছে অযোধ্যা। 

910

দীপোৎসবে লেজার শোয়েরও ব্যবস্থা করা হয়েছ সরযূর তীরে আলো-শব্দের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় রামায়ন গাথা। সেখানে মূলত রাম-লক্ষণের বীর গাথাই জায়গা পেয়েছে। দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মত। 

1010

পুরাণ কথা অনুযায়ী রামচন্দ্র লঙ্কার রাজা রাবন বধ অর্থাৎ অশুভ শক্তির বিনাস ঘটিয়ে অযোধ্যায় ফিরেছিলেন। সেই সময় অযোধ্যাবাসী তাঁকে স্বাগত জানানোর জন্য লক্ষ লক্ষ প্রদীপ জ্বালিয়ে স্বাগত জানিয়েছিল। রামের সেই জয়গাথাকে স্মরণ করে আজও পালন করা হয় দীপাৎসব। 

click me!

Recommended Stories