এই প্রসঙ্গে উল্লেখ করতেই হবে, শৈশবে নরেন্দ্র মোদী রান্নাঘরে তাঁর মা হীরাবেনকে সাহায্য তকতেন। তিনি নিজেও রান্না করতে খুব পছন্দ করেন। তবে বর্তমানে ব্যস্ত রুটিনের কারণে আর সেভাবে রান্না করা হয়েনা। ২০০১ সাল থেকে বদ্রি মীনা প্রধানমন্ত্রীর রান্নাঘরের দায়িত্ব সামলাচ্ছেন।