খুলে গেল বদ্রীনাথ মন্দিরের দরজা । শুক্রবার ভোর ৪টে ৩০ মিনিটে খুলে দেওয়া হয় মন্দিরের মূল ফটক । দ্বার উদ্ঘাটনের সময় প্রধান পুরোহিত-সহ ২৭ জন মন্দিরে উপস্থিত ছিলেন । এই প্রথমবার নির্দিষ্ট দিনে খোলেনি দেশের অন্যতম প্রধান এই মন্দির। জানান হয়েছিল বদ্রীনাথ খুলবে ৩০ এপ্রিলের বদলে ১৫ মে । সেই মতোই আজ ভোরে মন্দিরের মূল ফটক খোলা হয় । ১০ কুইন্টাল গাঁদা ফুলে সাজান হয় মন্দির । বছরের প্রথম পুজো সম্পন্ন করেন প্রধান পুরোহিত । জাতির কল্যাণ সাধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামেও হয়ে পুজো দেওয়া।