কোরনার আক্রান্তদের থেকে ক্রমেই চিন্তা বাড়াচ্ছে বাহকরা। তাঁদের থেকেই ছড়াচ্ছে মারণ জীবাণু। তাই তাঁদের খোঁজেতে পুল স্যাম্পেল পদ্ধতিতে করোনা পরীক্ষার পরামর্শ দিয়েছে আইসিএমআর। টেস্টিং কিট কম থাকলেও এই পদ্ধতিতে দেশের সিংহ ভাগ মানুষের নমুনা পরীক্ষা করা সম্ভব বলে মত ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের। পুল স্যাম্পেল টেস্টিংয়ের মাধ্যমে খরচ বাঁচিয়ে কম সংখ্যক কিটের সাহায্যে পরীক্ষা করা হয়। এর ফলে করোনা আক্রান্তদের খোঁজে আরও বেশি সংখ্যক নমুনা পরীক্ষা করা সম্ভব। একইসঙ্গে অনেক বেশি স্ক্রিনিং করা সম্ভব। পশ্চিমবঙ্গেও অ্যাসিম্পটম্যাটিক আক্রান্তদের খুঁজতে পুল স্যাম্পেল টেস্ট করা হচ্ছে।