দিন কয়েক আগে রাশিয়া নোভেল করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের দাবি করার পরপরই চ্যালেঞ্জ ছুড়েছিলেন বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রির প্রধান কিরণ মজুমদার শ। রাশিয়া পৃথিবীর প্রথম সুরক্ষিত করোনা ভ্যাকসিন আবিষ্কারের দাবি করায়, কিরণ বলেন, এ ব্যাপারে ক্লিনিক্যাল পরীক্ষা সংক্রান্ত তথ্যের অভাব রয়েছে। পাশাপাশি বিশ্বের অন্যত্র ভ্যাকসিন সংক্রান্ত ‘আরও উন্নত’ কর্মসূচি চলছে বলেও তিনি উল্লেখ করেন।