ওয়াল স্ট্রিট জার্নালের ওই নিবন্ধটির শিরোনাম, 'ফেসবুক হেট-স্পিচ রুলস কোলাইড উইথ ইন্ডিয়ান পলিটিক্স', অর্থাৎ ঘৃণামূলক বক্তব্য নিয়ে ফেসবুকের বিধি-র সঙ্গে খটাখটি লেগেছে ভারতীয় রাজনীতির। তাতে, সাংবাদিক নিউলি পার্নেল এবং জেফ হরউইট্জ দাবি করেছেন, ফেসবুক ভারতের ক্ষমতাসীন দল বিজেপি-র সঙ্গে জোট বেঁধে রাজনীতিবিদদের ঘৃণামূলক বক্তব্য পেশ করার সুযোগ করে দিয়েছে। তাঁরা তেলেঙ্গানার বিজেপি সাংসদ টি রাজা সিং-এর রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের নিয়ে করা বক্তব্যকে উদাহরণ হিসাবে তুলে ধরেছেন। বলা হয়েছে, ফেসবুকের ভারতীয় শাখার শীর্ষ কর্মকর্তা আঁখি দাস, বিজেপি নেতামন্ত্রীদের ক্ষেত্রে সংস্থার ঘৃণা-বক্তৃতা বিধি প্রয়োগের বিরোধিতা করেছেন।