করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৪১ জনের। আর এই ঘটনায় সামনে এসেছে আরও এক তথ্য। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্যকে সামনে রেখে বিশেষজ্ঞরা দাবি করছে গত ২৪ ঘণ্টায় প্রতি ৩ মিনিটে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত দেশে মৃত্যুর হার ১.৯২ শতাংশ। আর সেখানে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৭২.৫১ শতাংশ। বাকি বিশ্বের থেকে দেশের করোনা পরিস্থিতি কিছুটা হলেও সন্তোষজনক বলেই দাবি করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী। তবে বর্তমান পরিস্থিতি গোটা দেশই তাকিয়ে রয়েছে করোনা টিকার দিকে। তবে সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে আইসিএইআর।