আর মাত্র এক বছর বাকি। আগামী বছরই মহাকাশ অভিযানে যাচ্ছেন তিন ভারতীয় নভশ্চর। রাশিয়া, আমেরিকা আর চিনের পর ভারই হবে বিশ্বের চতুর্থ দেশ , যে গবেষণার উদ্দেশ্যে মহাকাশে মহাকাশচারী পাঠাতে চলছে। ভারতীয় মহাকাশচারিরা দুবছরের জন্য রসদ নিয়ে যাচ্ছে সঙ্গে করে। ইতিমধ্যেই তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে রাশিয়ায়। সেই সময় থেকেই আতসকাচের তলায় ছিল একাধিক খাবার। এছাড়াও চা, খাবার গরম করার ব্যবস্থা বর্জ্য নিয়ন্ত্রণকারী ব্যাগগুলির জন্য বিশেষ স্ট্র তৈরি করা হচ্ছে।