উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে ভারতীয় সেনা। রবিবার প্রথম থেকেই কাজে নেমে পড়েছিল ভারত তিব্বত সীমান্ত পুলিশ বাহিনী। পরবর্তীকালে কাজে হাত লাগায় জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলার বাহিনী। এখনও পর্যন্ত প্রায় ১৭০ জন নিখোঁজ রয়েছে বলে রাজ্য প্রশাসন জানিয়েছে।