লাদাখ উত্তেজনার মাঝেই এবার অরুণাচল সীমান্তে সেনা বাড়াচ্ছে চিন। জানা গিয়েছে, অরুণাচল সীমান্তের ছয়টি জায়গাকে চিন ক্রমাগত পাখির চোখ করে তুলছে। সীমান্তবর্তী আপার সুবানসিরি এলাকা ছাড়াও সংলগ্ন লংজু , বিসা, মাঝা এলাকায় চিন আগ্রাসনের চেষ্টায় বুঁদ। এমনকি অরুণাচলের বিসা এলাকা সংলগ্ন জায়গায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ওপারে চিন রাস্তা নির্মাণের কাজও শুরু করেছে বলে খবর।