তৎকালীন মহীশূরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান শত্রু টিপু সুলতান। টিপু সুনতানকে হারানোরও পরই মহীশূরের সিংহাসনে বিট্রিশরা বসিয়েছিল তাদের অনুগত ওয়াদিয়র রাজপরিবারকে। আর ঠিক সেইসময়ই গোটা দেশ জুড়ে মহামারির আকার নিয়েছিল গুটি বসন্ত। সেই সময় এই দেশের মানুষ তাকে রোগ বলে মনে করত না। অনেকেই দেবীর দয়া বলে মনে করতেন। কোথাও শীতলার পুজো হত, কোথাও হত মারিয়াম্মার পুজো।