সালটা ছিল ১৮০৫। তার আগে থেকেই মারণ রোগ বসন্ত রোগে উজাড় গয়ে গিয়েছিল শহরের পর শহর। ভয়ঙ্কর সেই রোগের চোখ পড়েছিল গ্রামেই। তৎকালীন ভারতও বসন্ত রোগের হাত থেকে রেহাই পায়নি। ১৮০৫ সালে বসন্ত রোগের প্রতিষেধক তৈরি হয়েছিল। কিন্তু সেই টিকা কী করে দেওয়া হবে ভারতীদের। তাই নিয়ে চিন্তা বাড়ছিল। কিন্তু তখনই এগিয়ে আসেন মহীশূর রাজপরিবারের বধু দেবজন্মনি দেবি। তাঁকে প্রথম ভারতীয় মডেল বললে খুব একটা ভুল হয়না।