অগাস্ট মাসের শেষের দিক থেকে আবারও পূর্ব লাদাখ সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে আবাও ভারত ও চিন দুই দেশের সেনা কর্তারা বৈঠকে বসতে চলছেন। এবার বৈঠক হবে চুসুলের ওপারে মোলডোকে। অন্যদিকে লাদাখ সীমান্তের আকাশে চক্কর দিচ্ছে ভারতের রাফাল যুদ্ধ বিমানগুলি। গত ১০ সেপ্টেম্বর বায়ু সেনাতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্তি হয়েছিল রাফাল যুদ্ধ বিমানগুলির। ইতিমধ্যেই রাফালের পাইলটরা তাঁদের দায়িত্ব বুঝে নিতে শুরু করেছেন।