লাদাখ সংঘাতের মাঝেই চিনের নতুন ষড়যন্ত্র, জিনপিং-কে এবার একেবারে উচিত শিক্ষা দিল অরুণাচলের জনতা

লাদাখে পর পর কয়েকবার ভারতের কাছে ধাক্কা খেয়েছে চিন। এই পরাজয় কিছুতেই হজম করতে পারছে না বেজিং। তাই অরুণাচল প্রদেশের দিকে নজর পড়েছে জিনপিংয়ের। জানা যাচ্ছে, অরুণাচল প্রদেশে ভারত-চিন সীমান্তের অন্তত চারটি জায়গায় সীমান্ত বরাবর সেনা মোতায়েন করছে চিন। লালফৌজের এই গতিবিধির কারণেই এলএসি-র সব সেক্টরে সতর্ক করা হয়েছে ভারতীয় সেনাকে। সীমান্ত এলাকায় বাড়তে থাকা ভারত-চিন উত্তেজনার মধ্যে এবার ভারতীয় সেনাদের পাশে দাঁড়াল অরুণাচল প্রদেশবাসীরা।
 

Asianet News Bangla | Published : Sep 22, 2020 2:39 AM IST
111
লাদাখ সংঘাতের মাঝেই চিনের নতুন ষড়যন্ত্র, জিনপিং-কে এবার একেবারে উচিত শিক্ষা দিল অরুণাচলের জনতা

 গত বছরই অরুণাচল প্রদেশ এবং তাইওয়ানকে চিনের অংশ হিসেবে না দেখানোর জন্য বিশ্বের ৩০,০০০ মানচিত্র পুড়িয়ে দিয়েছিল চিন।

211

লাদাখ উত্তেজনার মাঝেই এবার  অরুণাচল সীমান্তে সেনা বাড়াচ্ছে চিন। জানা গিয়েছে, অরুণাচল সীমান্তের ছয়টি জায়গাকে চিন ক্রমাগত পাখির চোখ করে তুলছে। সীমান্তবর্তী আপার সুবানসিরি এলাকা ছাড়াও সংলগ্ন লংজু , বিসা, মাঝা এলাকায় চিন আগ্রাসনের চেষ্টায় বুঁদ। এমনকি অরুণাচলের বিসা এলাকা সংলগ্ন জায়গায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ওপারে চিন রাস্তা নির্মাণের কাজও শুরু করেছে বলে খবর।

311

অরুণাচলকে কখনও ভারতের অংশ হিসেবে চিন  স্বীকৃতি দেয়নি। বেজিংয়ের মতে, উত্তর-পূর্ব ভারতের এই রাজ্য তিব্বতের অংশ।

411

 ভারত-চিন সীমানা থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে রয়েছে পিএলএ।  অরুণাচলপ্রদেশের সীমান্তে চিনের দিকে একের পর এক ইমারত গড়ে চলেছে চিন। সেখানে তিব্বতের নিঙ্গচি এলাকায় লালফৌজ নিজের সেনা ঘাঁটি শক্ত করতে শুরু করেছে। স্যাটেলাইট ছবিতে এমন তথ্যের ইঙ্গিতও মিলেছে। জানা গিয়েছে সেখানে, ছোট বিমানবন্দর ছাড়াও  একটি এয়ারস্ট্রিপ তৈরি করে নিয়েছে চিনা সেনা।

511

একাধিক রিপোর্ট বলছে, লাদাখের পাশাপাশি শীতকালীন সংঘাতে চিন অরুণাচল ঘিরেও আস্ফালন দেখাতে পারে। কারণ আপার সুবানসিরির আসাপিল্লা এলাকার কিছু চূড়া লাল ফৌজ দখলের চেষ্টা করছে। আর তার হাত ধরেই উঁচু এলাকা থেকে অরুণাচলে নজরদারি করতে পারবে বলে চিন চেষ্টা করে যাচ্ছে।

611

চিনের ষড়যন্ত্র বুঝে  অরুণাচল সংলগ্ন ৬ টি এলাকায় নজরদারি ও ৪ টি এলাকায় সতর্কতা বাড়িয়েছে ভারতীয় সেনা।

711

চিনের বিরুদ্ধে লড়াইয়ে এবার ভারতীয় সেনাক পাশে এসে দাঁড়াল অরুণাচলবাসী। গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাদের হত্যার প্রতিশোধে চিনা পণ্য বর্জনের ডাক দিয়েছিল ভারতীয় নাগরিকরা। সেইমত চলছিল চিনা পণ্য বর্জনের অভিযান। এই অভিযানে অনেকটাই এগিয়ে গেল অরুণাচল প্রদেশের উচ্চ সুবানসিরি জেলার বাসিন্দারা।

811

সীমান্ত এলাকায় লালফৌজের আক্রমণের পরবর্তীতে ভারতীয় নাগরিকরা চিনা পণ্য বর্জনের অভিযানে সামিল হয়েছিল। দিকে দিকে চলছিল চিনা পণ্য বর্জন এবং সর্বোপরি চিনা রাষ্ট্রপতি জিনপিং-এর কুশপুতুলিকা দাহ। রাস্তায় ফেলে ভেঙে ফেলা হচ্ছিল সমস্ত চিনা ইলেকট্রনিক্স সামগ্রী।
 

911

অরুণাচল প্রদেশের উচ্চ সুবানসিরি জেলা চিনা সীমান্তের পার্শ্ববর্তী হওয়ায় প্রতি মাসে প্রায় ১০ লক্ষ টাকার চিনা সামগ্রী সেখানে আসে। ব্যবসায়ীরা সেই পণ্য থেকে প্রায় ৫০ শতাংশ লাভও করতে পারে। কিন্তু বর্তমান সমে  ব্যবসায়ী এবং ক্রেতারা কেউই চিনা পণ্য কিনতে নারাজ। সস্তায় হলেও, তারা চীনা পণ্য আর কিনছেন না। প্রয়োজনে বেশি অর্থ খরচা করা হলেও, চিনা পণ্য আর নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে।

1011

অরুণাচলের নিউ মার্কেট অ্যাসোসিয়েশনের সভাপতি নায়ালুক দোনি জানিয়েছেন, ‘চিনা পণ্য বর্জনের এই কাজ করতে আমাদের প্রায় ২ মাস লেগে গেছে। বিগত ২ মাস ধরে গ্রাহকরা এবং ওল্ড মার্কেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন চিনা পণ্য বর্জনে সামিল হয়েছে’।

1111

দোনি  আরও জানিয়েছেন, পূর্বে চিনা পণ্য বিক্রিতে  প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ লভ্যাংশ পাওয়া যেত। অ্যালকোহল, প্রসাধনী সামগ্রী, সিগারেট এবং খেলনা এই ধরনের বেশির ভাগ পণ্যই আমদানি করা হয় চিন থেকে। কিন্তু এখন তা বর্জন করে ভারতীয় পণ্য বিক্রিতে লভ্যাংশ এসে দাঁড়িয়েছে ১০-১৫ শতাংশ। তবে এতেই খুশি অরুণাচলের ব্যবসায়ীরা। বেজিংকে শিক্ষা দিতে চিনা পণ্য বর্জন করে  বিক্রয়কারী এবং গ্রাহকরা বেশি অর্থ দিতেও প্রস্তুত।

Share this Photo Gallery
click me!

Latest Videos