২৮ বছর বয়সী জর্জিনা ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন যা প্রকাশ করে যে কীভাবে রোনাল্ডো এবং পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। 'অনেক ভালবাসা', তিনি পোস্টের ক্যাপশনে লিখেছেন, ছবি তে দেখা যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড আইকন, জর্জিনা, ক্রিসিশিয়ানো রোনাল্ডো জুনিয়র, তাদের মেয়ে আলানা এবং তাদের যমজ সন্তান মাতেও এবং ইভা-একমাত্র ছবি তে মিসিং তাঁদের সদ্যজাত কন্যা বেলা এসমেরালদা।