কখনও গুলি কখনও ভাইরাস - কতটা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতেন দানিশ সিদ্দিকি, দেখুন ছবিতে ছবিতে

রোহিঙ্গা উদ্বাস্তু সমস্য়া হোক কিংবা ইরাক-আফগানিস্তানের যুদ্ধ, নেপালের ভূমিকম্প কিংবা হালের কোভিড-লকডাউন-পরিযায়ী শ্রমিক - সবই ধরা পড়ত তাঁর ক্যামেরায়। কিন্তু, সেই আফগান যুদ্ধ কভার করতে গিয়েই শুক্রবার প্রাণ হারিয়েছেন পুলিৎজার পুরস্কার বিজয়ী ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকি। অনেক সময় তিনি নিজেও ফ্রেমবন্দি হয়েছেন। সেইসব ছবি দেখলে বোঝা যায়, কতটা ঝুঁকি নিয়ে কাজ করতেন তিনি।

Asianet News Bangla | Published : Jul 16, 2021 10:06 PM / Updated: Jul 16 2021, 10:26 PM IST
110
কখনও গুলি কখনও ভাইরাস - কতটা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতেন দানিশ সিদ্দিকি, দেখুন ছবিতে ছবিতে

করোনা মহামারির প্রথম তরঙ্গে সারা দেশে লকডাউন। পরিযায়ী শ্রমিকরা যেনতেন প্রকারে বাড়ি ফিরতে চাইছেন। সেই সময় সংক্রমণের ঝুঁকি নিয়ে দিল্লির নিজামুদ্দিন বাসস্ট্যান্ডে ছবি তুলেছিলেন দানিশ সিদ্দিকি।

210

পাশেই চলছে স্যানিটাইজেশন, নির্ভয়ে কাজ করে চলেছেন দানিশ।

310

নয়া কৃষি আইনের বিরুদ্ধে কৃষক বিক্ষোভের সময় নয়াদিল্লির রাস্তায় যুযুধান দুই পক্ষের মধ্যে দাঁড়িয়ে অকুতোভয়ে নিজের কাজ করে গিয়েছিলেন দানিশ।

410

এতটাই  ঝুঁকি নিয়ে কাজ করতেন, যে পরতে হতো এই রকম সুরক্ষাবস্ত্র।

510

একেবারে গ্রাউন্ড জিরো থেকে কাজ করতেন পুলিৎজার বিজয়ী এই চিত্র সাংবাদিক।

610

মৃত্যুর মাত্র ৩ দিন আগে কান্দাহারে এই ছবিটি তুলেছিলেন দানিশ। শান্তি প্রক্রিয়া ঘোষণা করা আফগানিস্তানে তালিবানি গোলার আঘাতে বিধ্বস্ত আফগান জাতীয় বাহিনীর সাজোঁয়া গাড়ি। বোঝাই যায়, মৃত্যু একেবারে পায়ের নিচে মাড়িয়ে চলতেন তিনি।

710

অধিকাংশ সময় পুরোপুরি রায়ট গিয়ার পরে কাজ করতে হতো তাকে। হাতে বন্দুক থাকত না, থাকত ক্যামেরা।

810

hপড়ন্ত বিকেলের আলোয় দানিশ সিদ্দিকিকে শেষ শ্রদ্ধা জানালো কলকাতার সাংবাদিক মহল।

910

চেন্নাইতেও দানিশ-কে স্মরণ করে মোমবাতি জ্বালেন সাংবাদিকরা।

1010

মুম্বই শহর আবার দানিশ সিদ্দিকিকে শ্রদ্ধা জানালো অন্যভাবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos