দিল্লি-দেরহাদুর অর্থনৈতিক করিডোর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার দিল্লি -দেরাদুন অর্থনৈতিক করিডোরের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। যা শহরগুলির মধ্যে ভ্রনণের সময় ৬ ঘণ্টা থেকে কমিটে আড়াই ঘণ্টা করে দেবে। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানান হয়েছে অর্থনৈতিক করিডোরে হরিদ্বার, মুজাফ্ফরনদর, শামলি, ইয়মুনগর ও বাগপত, মিরাট ও বারাউতের সঙ্গে সংযোগের জন্য ৭টি ইন্টারচেঞ্জ থাকবে।