গঙ্গার তীরে, হাওড়া ব্রিজের (Howrah Bridge) নীচে মল্লিক ঘটের ফুলের বাজার শহর তিলোত্তমার শোভা দ্বিগুণ করেছে। ভারত তথা এশিয়ার এটি একটি বৃহত্তর ফুলের বাজার (Flower Market)। এখানে প্রতিদিন প্রায় ২০০ জন বিক্রেতা ফুল নিয়ে বসেন। এ চিত্র শুধু কলকাতার নয়। বিভিন্ন শহরে (City) একাধিক ফুলের বাজার শোভা বৃদ্ধি করছে শহরের। ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যে ফুলের তাৎপর্য অনস্বীকার্য। বিভিন্ন আচার-অনুষ্ঠান, পুজো, বিবাহ অনুষ্ঠান ফুল ছাড়া অসম্পূর্ণ। হয়তো এই কারণে ভারতের প্রতিটি শহরে রয়েছে একাধিক ফুলের বাজার। দিল্লি, মাইসোর, কলকাতা, মুম্বই, কাশ্মির ও বেঙ্গালুরু শহরের ফুলের বাজার বেশ খ্যাত।