আনন্দ প্রকাশ ও তাঁর স্ত্রী মঞ্জুসা আগ্রায় বেড়াতে গিয়ে তাজমহল দেখেছিলেন। তাজমহলের স্থাপত্য় তাদের আকর্ষণ করেছিলেন। সেই থেকেই এই জাতীয় বাড়ি তৈরির পরিকল্পনা নেন আনন্দ চোকসি। তাঁরা তাজমহলের স্থাপত্য নির্মাণ শৈলী অধ্যায়ন করেন। তারপর মধ্যপ্রদেশে ফিরে একটি ৮০ ফুটের বাড়ি নির্মাণ করতে চান। কিন্ত প্রশাসন তার অনুমতি দেয়নি। তারপরই তিনি ছোট তাজমহলের মত বাড়ি তৈরির পরিকল্পনা করেন।