রবিবার দিনের আলো ফোটার আগে থেকেই প্রবল বৃষ্টি হয় দিল্লি ও বিস্তীর্ণ এলাকায়। মৌসম ভবনের পক্ষ থেকে জানান হয়েছে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হয়েছে হিসার, হানসি, রোহতক, নয়ডা, গাজিয়াবাদ,সোনিপথসহ বেশ কয়েকটি এলাকায়। আবহাওয়া দফতর জানিয়েছে গোটা দিনই দিল্লি, হরিয়ানা ও চন্ডীগড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রবল এই বৃষ্টিতে বেশ রাজধানীর রাজপথ জলমগ্ন হয়ে রয়েছে। ব্যহত হয়েছে জরুরি পরিষেবা। প্রবল বৃষ্টির কারণে দিল্লি ও সংলগ্ন এলাকায় তাপমাত্রাও কমে গেছে অনেকটা। শনিবারও তাপমাত্রার পারদ ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াল। রবাবির সকালে তাপমাত্রার পারদ পৌঁছেছে ২৯.৩ ডিগ্রি সেলসিয়াসে। বাতারে আদ্রতার পরিমাণ ৮৯ শতাংশ।