মারণ ভাইরাস করোনার থাবা থেকে বাঁচতে এখন বিজ্ঞানীদের দিকে তাকিয়ে গোটা বিশ্বের মানুষ । পৃথিবীর তাবড় তাবড় বিজ্ঞানীরাও দিনরাত এক করে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরমধ্যে থেকে ইতিউতি আসতে শুরু করেছে আশার খবরও। রাশিয়া দাবি করছে অগস্টেই করোনার ভ্যাকসিন নিয়ে আসছে তারা। যদিও তা নিয়ে বিতর্কও বেঁধেছে। দৌড়ে আছে অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিনও। আর এই ভ্যাকসিনের দৌঁড়ে কিন্তু পিছিয়ে নেই ভারতও। এদেশের বিজ্ঞানীরাও রাতদিন এক করে ভ্যাকসিন আবিষ্কারের কাজে মন দিয়েছেন। আগেই সেই ভ্যাকসিনকে ঘিরে দেখা গিয়েছিল আশার আলো। এবার তা আরও সারা ফেলে দিল। কারণ শুরু হয়ে গেল একেবারে দেশীয় ভ্যাকসিন 'কোভ্যাকসিন'-এর ট্রায়াল।