গত মাসেই কুদাশেভ বলেছিলেন, এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ সামরিক হার্ডওয়্যারের জন্য রাশিয়ার সঙ্গে ভারতের চলমান চুক্তিগুলির কাজ 'ভালভাবে এগিয়ে চলেছে'। এদিন তিনি জানিয়েছেন, 'আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রসংঘের সনদ'এর ভিত্তিতে, রাশিয়ার 'দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক প্রতিশ্রুতি'র অংশ হিসাবেই এই পাঁচটি এস-৪০০ সিস্টেম সরবরাহ করা হচ্ছে ভারত-কে। এই চুক্তি রুশ-ভারত সামরিক এবং সামরিক-প্রযুক্তিগত সহযোগিতার অন্যতম প্রধান প্রকল্প, বলেও জানান তিনি।