বৃহস্পতিবার এক ঐতিহাসিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মিলিত হলেন জম্মু ও কাশ্মীরের সব রাজনৈতিক দলের নেতারা। ২০১৯ সালের ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর, এই প্রথম এমন একটি বৈঠক আয়োজিত হল। ৩ ঘন্টারও বেশি সয় ধরে চলা বৈঠকে সমস্ত অংশগ্রহণকারীরা খোলামেলাভাবে বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী ধৈর্য সহকারে সকলের পরামর্শ শুনেছেন। এই বৈঠক উন্নত ভবিষ্যতের জন্য কাশ্মীরের ঘুরে দাঁড়াবার লক্ষ্যে এক উন্মুক্ত আলোচনা বলে বর্ণনা করেছেন তিনি। কিন্তু ঠিক কী আলোচনা হল এদিনের বৈঠকে? সরকারিভাবে কিছু না জানানো হলেও, সূত্র মারফত অনেক কথাই জানা যাচ্ছে -