Gold Price Drops- এক ধাক্কায় কমল চার হাজার টাকা, সোনা কেনার দারুণ সুযোগ আজ

পুজোর আগে দারুণ খবর। ফের দাম কমল সোনার, পাশাপাশি রুপোর দামেও অনেকটাই পতন। ফলে সোনার কেনারও চাহিদা বেড়েছে। এক ধাক্কায় চার হাজার টাকা কমেছে সোনার দাম। সোনার দাম যেভাবে লাফিয়ে বাড়ছিল তাতে একলাফেই ৫০ হাজারের গন্ডি পার করেছিল। তাতে মধ্যবিত্ত থেকে ব্যবসায়ী সকলেই মুখ থুবড়ে পড়েছিল। কিন্তু এখন আবার ছবিটাই পুরো উল্টো।

Parna Sengupta | Published : Sep 13, 2021 10:53 AM
110
Gold Price Drops- এক ধাক্কায় কমল চার হাজার টাকা, সোনা কেনার দারুণ সুযোগ আজ

অবিশ্বাস্য ভাবে দাম কমল সোনার। সোমবার যে হারে সোনার দাম কমেছে, তা সোনাপ্রেমীদের জন্য হাতে চাঁদ পাওয়ার মত। তাই দেরী না করে সোনার দোকানে ভিড় জমাতেই পারেন গয়নাপ্রেমীরা।

210

বিশেষজ্ঞরা বলছে এযাবৎ কালে সবথেকে কম দামে সোনা পাওয়া যাবে সোমবারই। পুজোর আগে সোনা কেনার এমন সুযোগ ছেড়ে দেওয়া হয়ত ঠিক হবে না। কারণ একধাক্কায় চার হাজার টাকা দাম কমেছে সোনার।

310

বিশ্ব বাজারে অব্যাহত সোনার দামে পতন। তার কারণে ভারতেও সোনার দাম হুড়মুড়িয়ে পড়ছে। গত কয়েকদিনের তুলনায় অনেকটাই কমল সোনার দাম।

410

চলতি বছরের ৫ই জানুয়ারি ২২ ক্যারেটের প্রতি ১০ গ্রাম সোনার দাম  রেকর্ড ৫০,৩২০ টাকা ছুঁয়েছিল। এরপরই সোনার দাম কমতে থাকে। 

510

সোমবার, সোনার হার ২২ ক্যারেটের প্রতি ১০ গ্রাম ৪৬,১০০ টাকার নিচে ছিল। এর ফলে, নয় মাসের মধ্যে সোনার হার প্রতি ১০ গ্রামে ৪০০০ টাকার বেশি কমেছে।

610

একটি ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুসারে, ২০১৯ সালে ৩৫ হাজার টাকা ছুঁয়েছিল সোনার দাম। সেই রেকর্ড অবশ্য ছুঁতে পারেনি আজকের দাম। 

710

Mcxindia ওয়েবসাইট অনুসারে ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে, গোল্ড ফিউচার ০.৪০ শতাংশ কম লেনদেনে রয়েছে। এদিকে, আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দামও কমেছে

810

স্পট গোল্ড ২.১ শতাংশ কমে ১৭৮৭.৪০ মার্কিন ডলার প্রতি আউন্স, মার্কিন গোল্ড ফিউচার ০.৩ শতাংশ কমে ১৭৮৬.৯০ মার্কিন ডলারে স্থিতিশীল রয়েছে। 

910

মুম্বাইয়ে আজ সোনার দাম ২২ ক্যারেটের ১০ গ্রাম প্রতি ৪৬,০৭০ টাকা।
দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটের ১০ গ্রাম প্রতি ৪৬,১৪০ টাকা

1010

কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটের ১০ গ্রাম প্রতি ৪৬,৪৪০ টাকা। চেন্নাইয়ে সোনার দাম ২২ ক্যারেটের ১০ গ্রাম প্রতি ৪৪,৩৯০ টাকা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos