প্রাকৃতিক তাণ্ডবে লন্ডভন্ড হিমাচল আর উত্তরাখণ্ড, খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দেখুন ছবিতে
দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু হিমাল প্রদেশ আর উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকায় বিপর্যয় ডেকে এনেছে।তবে এখনই শেষ নয়। আবহাওয়া দফতর জানিয়েছে ওই দুই রাজ্যে আরও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অমিত শাহ রাজ্যের বন্যা পরিস্থিতি পর্যালোচনা করেছেন। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের সঙ্গে কথা বলেছেন তিনি। কেন্দ্রের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন তিনি।
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত শিমলা। বেশ কয়েকটি জায়গায় রাস্তা ধস নামার কারণে বন্ধ হয়ে গেছে যান চলাচাল।
প্রবল বৃষ্টি আর করোনাভাইরাসের সংক্রমন মাথায় নিয়েই শিমলায় পর্যটকদের উপচে পড়া ভিড় রয়েছে। একই অবস্থা রাজ্যের বাকি পর্যটনকেন্দ্রগুলিতে।
উত্তরাখণ্ডেও প্রবল বৃষ্ট হচ্ছে। ঋষিকেষ বদ্রীনাথ জাতীয় সড় ভূমিধসের কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে। প্রবল ভূমি ধসের কারণে উত্তরাখণ্ডের একটি গ্রামে আট বছরের শিশুসহ তিন জন নিখোঁজ হয়েগেছে। চামোলিতেই ধস নেমেছে।
বেশ কয়েকটি এলাকায় ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। আইএমডি জানিয়েছে দিল্লি, উত্তর প্রদেশের পশ্চিম অংশ, পঞ্জাব, হরিয়ানা আর রাজস্থানের কিছু এলাকায় বর্ষার পরিস্থিতি উন্নতি হচ্ছে।