স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্রীশৈলম মন্দিরে পুজো অমিত শাহের, দেখুন মন্দিরের ভিতরের ছবি

অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) শ্রীশৈলাম মন্দির (Srisailam temple) দর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। এদিন মন্দিরে পুজো দেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী সোনাল শাহ (Sonal Shah )। এদিন শাহ দম্পতি ভ্রমরাম্বা মল্লিকার্জুন স্বামী দেবস্থানে (Bhramaramba Mallikarjuna Swamy Devasthanam) পুজো দেন। শ্রীশৈলম দেশের ১২টি জ্যোতির্লিঙ্গের একটি ও এটি একটি শক্তিপীঠ। 

Parna Sengupta | Published : Aug 12, 2021 3:02 PM IST
19
স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্রীশৈলম মন্দিরে পুজো অমিত শাহের, দেখুন মন্দিরের ভিতরের ছবি
বৃহস্পতিবার দুপুরে স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্রীশৈলম মন্দিরে যান অমিত শাহ। শ্রীশৈলম দেশের ১২টি জ্যোতির্লিঙ্গের একটি। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরে ঘন্টাখানেক ছিলেন শাহ দম্পতি।
29
কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় গোটা মন্দির জুড়ে। দুপুর ১.০৫ মিনিটে অমিত শাহ স্ত্রীকে সঙ্গে নিয়ে মন্দিরে প্রবেশ করে। তার আগে বেগমপেট বিমানবন্দরে বিশেষ হেলিকপ্টারে করে অবতরণ করেন তিনি। সেখান থেকে হেলিকপ্টারে করে শ্রীশৈলম মন্দিরের নিকটবর্তী সুন্নিপেনটা হেলিপ্যাডে নামে তাঁর কপ্টার।
39
সুন্নিপেনটা হেলিপ্যাডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে ছিলেন অন্ধ্রপ্রদেশের এনডাউমেন্টস মন্ত্রী ভেল্লামপল্লী শ্রীনিবাস ও নানদয়লার সাংসদ পোচা ব্রহ্মানন্দ রেড্ডি।
49
শাহ দম্পতি ভ্রমরাম্বা মল্লিকার্জুন স্বামী দেবস্থানে পুজো দেন। শ্রীশৈলম দেশের ১২টি জ্যোতির্লিঙ্গের একটি ও এটি একটি শক্তিপীঠ।
59
মন্দির দর্শনের পর অমিত শাহ ও তাঁর স্ত্রী সোনাল শাহ বেদ পন্ডিতদের আশীর্বাদ নেন। তাঁদের প্রসাদ দেওয়া হয় ও মন্দিরের স্মারক তাঁদের হাতে তুলে দেওয়া হয়।
69
মন্দির থেকে বেরোনোর সময় মন্দির চত্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি অর্জুন গাছ রোপণ করেন। সেই সময় উপস্থিত ছিলেন ইন্টেলিজেন্স আইজি শ্রীধর রেড্ডি, কুর্নুল ডিআইজি ভেঙ্কটারামি রেড্ডি এবং পুলিশ সুপার সুধীর কুমার রেড্ডি।
79
মন্দিরের সংস্কার কাজের সময় গান্তা মঠ থেকে পাওয়া প্রাচীন তাম্রলিপির একটি ছোট প্রদর্শনী দর্শনার্থী শাহ দম্পতির জন্য খুলে দেওয়া হয়েছিল। সেটিকে দর্শন করেন অমিত শাহ।
89
প্রাচীন তাম্রলিপির প্রদর্শনীর বিষয়ে শাহ দম্পতিকে ব্যাখ্যা করেন মন্দির কর্তৃপক্ষ। সেখানে লেখা যাবতীয় তথ্য শাহ দম্পতিকে অনুবাদ করে শোনানো হয়।
99
কেন্দ্রীয় সরকার তীর্থযাত্রা পুনরুজ্জীবন এবং আধ্যাত্মিকতা বৃদ্ধি অভিযানের অধীনে শ্রীশৈলম মন্দির সংস্কারের জন্য আর্থিক সহায়তা দিয়েছিল। মন্দির সংস্কারের পরেই তা দর্শনে যান অমিত শাহ।
Share this Photo Gallery
click me!

Latest Videos