Published : Jan 26, 2021, 11:10 AM ISTUpdated : Jan 26, 2021, 11:18 AM IST
কোভিড-১৯'এর টিকাকরণ শুরু হয়ে গিয়েছে দেশে। কিন্তু, মহামারি এখনও যায়নি। তারই মধ্যে ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস উদযাপন। কোভিড বিধি মেনে অনেক কাট ছাঁট করা হয়েছে উদযাপনে, বদলানো হয়েছে অনেক রীতি। আবার এই বছর বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তিও বটে সেই উপলক্ষ্যে কুচকাওয়াজে অংশ নেবে তাদের সেনাও। কুচকাওয়াজে প্রথমবার নবতম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ-ও। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক, রাজধানীর রাজপথে ঠিক কীভাবে পালিত হল দিনটি -