মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশে উপনির্বাচনে দলীয় আধিপত্য বজায় রাখতে সক্ষম হয়েছিল বিজেপি। জ্যোতিরাদিত্যর দলবদলের পর মধ্য প্রদেশের ২৮টি আসনে ভোটের দিকে চোখ ছিল গোটা দেশের। কিন্তু সেখানেই দলীয় নেতৃত্বের কঠোর পরিশ্রম সাফল্য এনে দিয়েছে। অন্যদিকে মণিপুরে হার স্বীকার করে নিতে বাধ্য হয়েছে কংগ্রেসকে। শুধুমাত্র হরিয়ানায় দলীয় আধিপত্য বজায় রাখতে পেরেছে কংগ্রেস।