করোনাভাইরাসের সঙ্গে লড়াই করার জন্য ইতিমধ্যেই তিনটি সংস্থা তাদের টিকা জুরুরি ভিত্তিতে ব্যবহার করার জন্য আবেদন জানিয়েছে ভারতীয় ড্রাগ কন্ট্রোল জেনারেলের কাছে। কিন্তু এখনও পর্যন্ত কাউকেই ছাড়পত্র দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে টিকাকরণের পরিকল্পনা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের পক্ষ থাকে বলা হয়েছে প্রতিদিনে প্রতিটি কেন্দ্রে কমপক্ষে ১০০ জনকে টিকা দেওয়া যেতে পারে।