তবে শুধু শত্রুদের মোকাবিলা করতেই সক্ষম নয়, বিপর্যয়ের সময় মানুষকে সহায়তা করার ক্ষেত্রেও ভারতীয় সশস্ত্র বাহিনী এগিয়ে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। কোভিডের কারণে অন্য দেশে আটকা পড়া মানুষদের উদ্ধারে বিমানবাহিনী ও নৌবাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি। বলেন, ভারত শুধু নিজেদের নাগরিকদেরই উদ্ধার করেনি, অন্যান্য দেশকেও এই বিষয়ে সহায়তা করেছে। ভারতীয় সশস্ত্র বাহিনী কোভিড মহামারি চলাকালীন যুদ্ধকালীন ভিত্তিতে কাজ করেছিল এবং দেশে পর্যাপ্ত ফেস মাস্ক, স্যানিটাইজার, পিপিই কিট, চিকিৎসা সরঞ্জাম এবং হাসপাতালের সহজলভ্যতা নিশ্চিত করতে প্রতিটি পর্যায়ে অবদান রেখেছে বলেও দাবি করেন তিনি।