২০১৪ সালে প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী। তারপর থেকে দীপাবলির দিনটিতে তাঁকে দেখা যায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কাটাতে। কোভিড মহামারির মধ্যেও সেই ঐতিহ্য ধরে রাখলেন তিনি। শনিবার তিনি পৌঁছে গেলেন রাজস্থানের জয়সলমের-এর কাছের ঐতিহ্যশালী লঙ্গওয়ালা সেনা ঘাঁটিতে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই ঘাঁটিতে হামলা চালিয়েছিল পাকিস্তান। তবে ব্রিডেডিয়ার কূলদীপ সিং-এর নেতৃত্বে ভারতীয় বাহিনীর সামনে একেবারে পর্যুদস্ত হয়েছিল তারা।