ককটেলে পার্টিতে অনীহা
সাংবাদিক ড্যামিয়েন হুইটওয়ার্থ লিখেছেন এটি পার্টিতে ঢালাও মাদকের ব্যবস্থা ছিল। সেই পার্টিতে প্রথম দিকে উপস্থিত ছিলেন রতন টাটা। কিন্তু পরর্তীকালে পার্টি থেকে উধাও হয়ে যান। তিনি নিজেই জানিয়েছেন, তিনি একজন বিচ্ছিন্ন মানুষ। ককটেল পার্টিতে তিনি সজহ হতে পারেন না।