স্বপ্নপূরণ বোধহয় একেই বলে। যে ইচ্ছাপূরণের আবেশ তাকে ঘিরে রাখে সবসময়ে, সেই ইচ্ছেপূরণটা যে এভাবে হয়ে যাবে তা ভাবতেই পারেনি সৃষ্টি। ভাবনার আকাশের সঙ্গে সৃষ্টির ভাব শৈশবের। মনের কোলে খেলে যাওয়া নানা অনুভূতি কখনও তার উদাত্ত কন্ঠে গানের মাধ্যমে বা কখনও আবার অঙ্কনশৈলির মধ্যে দিয়ে ডানা মেলেছে। কথায় রয়েছে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পারো কিছু অমূল্য রতন। আর এভাবেই এখন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের খাতায় নাম লিখিয়ে ফেলেছে বালুরঘাটের সৃষ্টি মুখোপাধ্যায়।