১৯৭১ সালের যুদ্ধের সময় ভারতের হাতে এসে গিয়েছিল রাশিয়ার এএন-১২ সামরিক পরিবহন বিমান। তাই মূল ভূমিকায় ছিল না ডাকোটা। কিন্তু, তা সত্ত্বেও এই প্রাচীন সামরিক পরিবহন বিমানটি এমন কিছু নির্দিষ্ট ভূমিকা পালন করেছিল, যা যুদ্ধের গতিপ্রকৃতি অনেকটাই বদলে দিয়েছিল। যেমন, ১৯৭১-এর ১১ ডিসেম্বর ঢাকা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের শহর টাঙ্গাইল-এ ডাকোটা থেকে প্যারাস্যুটে করে বাংলাদেশের মাটিতে নেমেছিল ভারতীয় সেনা। কতটা গুরুত্বপূর্ণ ছিল তা? এর মাত্র ৫ দিন পর, ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করেছিল পাক সেনা।