সাধারণতন্ত্র দিবসের দিনে সবমিলিয়ে ৪২টি যুদ্ধ বিমান অংশ গ্রহণ করবে। আইএএফএর মুখপাত্র উইং কমান্ডার ইন্দ্রনীল নন্দী সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ১৫ ফাইটার জেট, পাঁচটি ট্রান্সপোর্ট ও একটি ভিনজেট বিমান সহ মোট ৪২টি বিমান দেখা যাবে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে।