বিদেশ থেকে ডাক্তারি পাশ করে ভারতে রোগী দেখছেন বহু চিকিত্সক। ভারতের বহু ছাত্র প্রতি বছর চিন, বাংলাদেশ, নেপাল, রাশিয়া-সহ অন্যান্য দেশ থেকে ডাক্তারি পড়ে ফিরছেন। সেখানে থেকে এমবিবিএস করে এলে, মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার পরীক্ষায় পাশ করলেই ভারতে চিকিত্সা করার অনুমতি পান পড়ুয়ারা। সেক্ষেত্রে এখন থেকে পাক অধিকৃত কাশ্মীর ব্যতিক্রম হিসেবেই গণ্য হবে। এমসিআইয়ের এই সিদ্ধান্তে পাক অধিকৃত কাশ্মীর থেকে যাঁরা ডাক্তারি পড়ে ফিরেছেন, তাঁদের ভবিষ্যত্ এখন অনিশ্চিত। ভারতে তাঁর প্র্যাকটিস করতে পারবেন না।