উত্তপ্ত সীমান্ত পরিস্থিতির মধ্যেই রাশিয়া সফরে গেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানে হিটলারের জার্মানির বিরুদ্ধে সোভিয়েত রাশিয়ার জলের ৭৫তম বর্য উজ্জাপন চলেছে। সেই অনুষ্ঠানে কুচকাওয়াজে অংশ নিয়েছে ভারত। কিন্তু সেখানেও তাঁকে ভাবাচ্ছে গত মোসবারে লাদাখ সীমান্ত ভারত ও চিনা সেনাদের মধ্যে সংঘর্ষ। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। কিন্তু এখনই যুদ্ধ প্রস্তুতি গাফিলতি করতে নারাজ ভারত। তাই প্রতিরক্ষা মন্ত্রী রাশিয়া সফরে গিয়েও অ্যান্টি মিসাইল সিস্টেম 'এস-৪০০' যাতে দ্রুত সরবরাহ করা হয় সেদিকেই জোর দিচ্ছেন। রাশিয়া যাতে দ্রুত ভারতের হাতে এই যুদ্ধ সরঞ্জাম তুলে দেয় তারই আবেদন জানিয়েছেন রাজনাথ সিং। ২০১৮ সালে রাশিয়ার থেকে 'এস-৪০০' কেনার চুক্তি করেছিল ভারত। এক্ষেত্রে ভারতের ব্যয় হবে ৪০ হাজার কোটি টাকা।