৮২ বছরের রতন টাটা সোশ্যাল মিডিয়ায় তেমন সক্রিয় না হলেও তাঁর ফলোয়ার সংখ্যা ২০ লক্ষের বেশি। বর্তমানে অবসর জীবন কাটাচ্ছেন তিনি। আর অবসরের দিনগুলি চূড়ান্তভাবে উপভোগ করছেন বলেও জানিয়েছেন নেট বন্ধুদের। কিন্তু দেশের বর্তমান বিষয় গুলি নিয়ে এখনও চিন্তা করেন তিনি। প্রয়োজনে নিজের গুরুত্বপূর্ণ মত শেয়ারও করেন সোশ্যাল মিডিয়ার বন্ধুদের সঙ্গে। কিন্তু এবার কিছুটা উল্টো পথেই হাঁটলেন রতন টাটা। বললেন সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা তাঁকে রীতিমত নিরাশ করেছে। দেশ বর্তমানে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু এই সময়ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের মধ্যে বিরোধ চালিয়ে যাচ্ছে। এখন দেশের মানুষের ঐক্যবদ্ধ হওয়ার সময়। কী প্রসঙ্গে এই রতন টাটার এই মন্তব্য তা অবশ্য তিনি স্পষ্ট করেননি। তবে রতন টাটার অনুগামীরা মনে করছেন করোনাভাইরাসের সংক্রমণ আর আর সীমান্তে ভারত চিন সংঘর্ষে ২০ ভারতীয় জওয়ানের মৃত্যু প্রসঙ্গেই তিনি এই মন্তব্য করেছেন।