জুলাই মাসেই ভারতে আসছে বহু প্রতীক্ষার রাফাল , প্রথম দফায় ৬টি যুদ্ধ বিমান হাতে পাবে বাহিনী

একটি দিকে চিন, আর অন্যদিকে পাকিস্তান রীতিমত সীমান্তে হুমকি দিয়ে চলছে ভারতকে। এই অবস্থায় প্রতিপক্ষকে মোকাবিলা করা অনেকটাই সহজ করে দেবে ফরাসি যুদ্ধ বিমান রাফাল। সেনা সূত্রে খবর প্রথম দফায় ৮-৬টি যুদ্ধ বিমান হাতে পাতে চলেছে ভারত। আগামী ২৭ জুলাই সেগুলি ভারতের হাতে তুলে দেওয়া হবে। গোল্ডেন অ্যারোসের তত্ত্বাবধানে  আগামী অগাস্ট মাস থেকেই যুদ্ধ প্রস্তুতি শুরু করে দেবে বলেও সেনা সূত্রে খবর। প্রথম দফায় হাতে পাওয়া রাফাল যুদ্ধ বিমান রাখা হবে হরিয়ানা ও পশ্চিমবঙ্গে। ২০২২ সালের মধ্যে ৩৬টি যুদ্ধ বিমান হাতে পাবে ভারত। প্রথম দফায় মে মাসে চারটি রাফাল যুদ্ধ বিমান হাতে পাওয়ার কথা ছিল ভারতের। পরবর্তীকালে রাজনাথ জানিয়েছিলেন জুলাইতেই ভারতের আকাশে উড়বে রাফাল। সেই সমত জুলাইয়ের শেষ সপ্তাহেই ভারতের হাতে আসছে রাফাল যুদ্ধ বিমান। 
 

Asianet News Bangla | Published : Jun 29, 2020 10:56 AM IST / Updated: Jun 29 2020, 05:41 PM IST
110
জুলাই মাসেই ভারতে আসছে বহু প্রতীক্ষার রাফাল , প্রথম দফায় ৬টি যুদ্ধ বিমান হাতে পাবে বাহিনী

জুলাই মাসেই ভারতের আকাশে উড়বে রাফাল যুদ্ধ বিমান। গোমস্যাঞ্জার অস্ত্র সরবরাহের আগেই ভারতের হাতে ৪-৬টি যুদ্ধ বিমান তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে ফরাসি সংস্থার। 

210

আগামী ২৭ জুলাই ভারতের হাতে আসবে অত্যাধুনিক এই যুদ্ধ বিমান। যা নিয়ে ইতিমধ্যেই কাউন্টডাউন শুরু হয়ে গেছে বিমান বাহিনীর অন্দরে। 

310

আগামী ২৭ জুলাই ভারতের হাতে আসবে অত্যাধুনিক এই যুদ্ধ বিমান। যা নিয়ে ইতিমধ্যেই কাউন্টডাউন শুরু হয়ে গেছে বিমান বাহিনীর অন্দরে। 

410

২০২২ সালের মধ্যে ফ্রান্স ভারতের হাতে তুলে দেবে ৩৬টি রাফাল। ভারত ফ্রান্সের কাছ থেকে ৫৯ হাজার কোটি টাকায় এই অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছিল। 
 

510

 হাতে পাওয়া রাফাল যুদ্ধ বিমানগুলি দুটি স্কোয়াড্রনে ভাগ করা হবে। একটি স্কোয়াড্রন থাকবে আম্বালায়। অন্যটি রাখা হবে পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটিতে। 
 

610

হাতে পাওয়া রাফাল যুদ্ধ বিমানগুলি দুটি স্কোয়াড্রনে ভাগ করা হবে। একটি স্কোয়াড্রন থাকবে আম্বালায়। অন্যটি রাখা হবে পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটিতে। 
 

710

আগেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, মরামারির কারণে রাফাল যুদ্ধ বিমান হাতে পেতে কোনও দেরি হবে না ভারতের। পূর্ব লাদাখ সীমান্তে চিনের ক্রমাগত হুঁশিয়ারি সামনে রাফাল যুদ্ধ বিমান ভারতীয় সেনা দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে বলেই সেনা সূত্রে খবর। 

810

রাফাল যুদ্ধ বিমানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল গত লোকসভা নির্বাচন। রাফালের চুক্তিতে গরমিল রয়েছে বলে অভিযোগ তুলে সরব হয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। 

910

 আদালত পর্যন্ত গিয়েছিল  রাফাল যুদ্ধ বিমান কেনার বিতর্ক। কিন্তু শীর্ষ আদালত পুরোপুরি ক্লিন চিট দেয় কেন্দ্রীয় সরকারকে। দ্বিতীয় দফায় ক্ষমতায় এসেই রাফাল যুদ্ধ বিমান হাতে পাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছিল মোদী সরকার। 
 

1010

জুন মাসের শুরুতেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন ফরাসি কোম্পানি তাদের প্রতিশ্রুতি মতই রাফাল যুদ্ধ বিমান সরবরাহ করবে। প্রথমে মে মাসে ভারতের হাতে রাফাল যুদ্ধ বিমান তুলে দেওয়া কথা বলেও পরিবর্তীকালে রাজনাথ সিং জানিয়েছেন জুলাইতেই ভারতের আকাশে উড়বে রাফাল যুদ্ধ বিমান। 
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos