একটি দিকে চিন, আর অন্যদিকে পাকিস্তান রীতিমত সীমান্তে হুমকি দিয়ে চলছে ভারতকে। এই অবস্থায় প্রতিপক্ষকে মোকাবিলা করা অনেকটাই সহজ করে দেবে ফরাসি যুদ্ধ বিমান রাফাল। সেনা সূত্রে খবর প্রথম দফায় ৮-৬টি যুদ্ধ বিমান হাতে পাতে চলেছে ভারত। আগামী ২৭ জুলাই সেগুলি ভারতের হাতে তুলে দেওয়া হবে। গোল্ডেন অ্যারোসের তত্ত্বাবধানে আগামী অগাস্ট মাস থেকেই যুদ্ধ প্রস্তুতি শুরু করে দেবে বলেও সেনা সূত্রে খবর। প্রথম দফায় হাতে পাওয়া রাফাল যুদ্ধ বিমান রাখা হবে হরিয়ানা ও পশ্চিমবঙ্গে। ২০২২ সালের মধ্যে ৩৬টি যুদ্ধ বিমান হাতে পাবে ভারত। প্রথম দফায় মে মাসে চারটি রাফাল যুদ্ধ বিমান হাতে পাওয়ার কথা ছিল ভারতের। পরবর্তীকালে রাজনাথ জানিয়েছিলেন জুলাইতেই ভারতের আকাশে উড়বে রাফাল। সেই সমত জুলাইয়ের শেষ সপ্তাহেই ভারতের হাতে আসছে রাফাল যুদ্ধ বিমান।