ভারতীয় নৌবাহিনির ইতিহাসে একবার মাত্র আমেরিকা থেকে জাহাজ ক্রয় করা হয়েছিল। ২০০৫ সালে জলাশ্ব জাহাজটিকে ৯০ মিলিয়ন অর্থের মাধ্যমে ক্রয় করা হয়েছিল। এই জাহাজ প্রথমে মার্কিন নৌবাহিনিতে ব্যবহার করা হত, যেখানে এক একটি জাহাজেই ১ হাজার জন ব্যক্তি যাতায়াত করতে পারত। তবে বর্তমানে সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে দুটি জাহাজ মিলিয়ে মোট ৭৫০ জনকে প্রথম দফায় ফিরিয়ে আনা হবে। চিকিৎসা বিষয়ক সবরকম ব্যবস্থাই রয়েছে এই জাহাজে।