গোয়েন্দাদের সন্দেহ, দু’টি কৌশলে আইএস তাদের কাজ হাসিল করতে পারে। এক, জেলে অতর্কিতে হানা। দুই, আদালতে যাওয়া আসার পথে হামলা চালানোর ছক। আইএসের এই দু’টি কৌশলের কথা মাথায় রেখে রাজ্যে জেলবন্দি জঙ্গিদের নিরাপদ জায়গায় সরিয়ে ফেলার সিদ্ধান্ত হয়েছে। কাকে, কোথায় পাঠানো হবে, তার পরিকল্পনা করা হচ্ছে গোপনে।