দিল্লিতে এইমসে প্রায় “দেড় সপ্তাহ কাজ করবেন ইসরাইলি বিজ্ঞানীরা। এমনটাই জানিয়েছেন ভারতে থাকা ইসরাইলি রাষ্ট্রদূত রন ম্যালকিন। তিনি আরও জানান এই চার প্রযুক্তির করোনা পরীক্ষা কতটা কার্যকর হচ্ছে, তার প্রথম পর্যায়ের পরীক্ষাগুলি হয়েছে ইসরাইলেই। শেষ পর্যায়ের পরীক্ষাগুলি এখন ভারতে করা হবে। ভারতে প্রতিটি প্রযুক্তির প্রায় ৪,০০০ থেকে ৫,০০০ টি করে পরীক্ষা করা করবে। ভারতীয় বিজ্ঞানীরাও অ্যালগরিদম তৈরিতে অবদান রাখবেন।