ফের ঘাড় বেঁকে বসল ড্রাগন। কূটনৈতিক ও সামরিক বিভিন্ন স্তরে আলোচনার পর পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকার সংঘর্ষের দায়গা থেকে সরে গিয়েছিল পিপলস লিবারেশন আর্মি। তারপর দীর্ঘ আলোচনার পর প্রকৃত নিয়ন্ত্রণরেখার দুইপাশ থেকে সম্পূর্ণভাবে পারস্পরিক সেনা প্রত্যাহারের বিষয়ে ভারতের সঙ্গে সম্মত হয়েছিল চিন। কিন্তু, ফের তারা পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর বেশ কয়েকটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা থেকে সরে যেতে অস্বীকার করছে দাবি করা হয়েছে ভারতীয় সেনার পক্ষ থেকে।