চলতি সপ্তাহান্তেই ভারতে আসছেন ইসারাইলি বিজ্ঞানীদের একটি বিশেষ বিমান। সার্স-কোভ -২ অর্থাৎ নতুন করোনাভাইরাস-এর প্যাথোজেনের উপস্থিতি সনাক্ত করার চারটি যুগোপযোগী অত্যাধুনিক প্রযুক্তি-র চূড়ান্ত পরীক্ষার জন্য তাঁরা ভারতীয় বিজ্ঞানীদের সহায়তা চান। এর মধ্যে দুটি কোভিড-১৯ পরীক্ষা লালারসের নমুনা থেকে কয়েক মিনিটের মধ্যে ফলাফল দিতে পারে। আর তৃতীয় পরীক্ষাটি কেউ কোভিড আক্রান্তত কিনা তা বলতে পারে তার কণ্ঠস্বর শুনে এবং চতুর্থটি শ্বাসপ্রশ্বাসের নমুনায় রেডিও তরঙ্গ ব্যবহার করে।