আনলক ওয়ানে জনজীবন স্বাভাবিক ছন্দে ফেরানোর চেষ্টা চলছে। তার মধ্যেই দেশজুড়ে উর্ধ্বমুখী করোনা গ্রাফ। ভয়াবহভাবে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এর মধ্যে জাতীয় রাজধানী দিল্লির পরিস্থিতি ক্রমেই প্রশাসনের কপালে চিন্তার ভাজকে শক্ত করছে। দেশের রাজধানীতে আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। এই মাধেই দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানিয়েছেন, ৩১ জুলাইয়ের মধ্যে জাতীয় রাজধানীতে আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ছাড়াতে পারে। দিল্লি বাড়তে থাকা করোনা পরিস্থিতির দিকে নজর রেখে তাই আগামী ৩০ জুন পর্যন্ত ঐতিহাসির জামা মসজিদে নামাজ পড়ায় ধর্মীয় রীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।