মরশুমের প্রথম তুষারপাত কাশ্মীরে, দেখুন মোহময়ী উপত্যকার নজরকাড়া ছবি

মরসুমের প্রথম তুষারপাত। বরফের চাদরে মুড়েছে সুন্দরী কাশ্মীর। স্থানীয়রা তো বটেই, আনন্দে মেতেছেন পর্যটকরাও। শনিবার সকালে ঘুম ভেঙে সাদা উপত্যকা দেখেন স্থানীয় বাসিন্দারা। তুষারপাতে বন্ধ হয়েছে রাস্তা। শীত কড়া নাড়ছে দুয়ারে, তেমনই মনে করছেন আবহবিদরা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অপরূপ কাশ্মীরের তুষারাবৃত ছবি। 

Parna Sengupta | Published : Oct 23, 2021 4:08 PM
19
মরশুমের প্রথম তুষারপাত কাশ্মীরে, দেখুন মোহময়ী উপত্যকার নজরকাড়া ছবি

শনিবার সকালে তুষার সাদা উপত্যকা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পর্যটকদের ঘুম ভাঙে তুষারাপাতের মধ্যেই। বর্ষা বিদায় নিতেই জম্মু কাশ্মীরে শীত এসে গেল। তুষারপাত শুরু হয়েছে পাহাড়ি এলাকায়। সমতলে বৃষ্টিও হচ্ছে। 

29

সোনমার্গ, পহেলগাম, গুলমার্গ সহ বিভিন্ন জায়গায় রাতভর তুষারপাত হয়েছে। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে ৪ থেকে ৫ ইঞ্চি পুরু বরফের স্তর পড়েছে। সাদা বরফে ঢেকে গেছে বাড়িঘর, গাছপালা, রাস্তাঘাট।

39

গুলমার্গে মাইনাস ১.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। কনকনে ঠান্ডায় জবুথবু হয়ে গেছে পুরো এলাকা। মাইনাসের দরজায় পৌঁছে গেছে পহেলগামের পারদও। 

49

অন্যদিকে শ্রীনগরে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭.৩ ডিগ্রি। ডাল লেকের চারিদিক ঢেকেছে কুচি কুচি বরফকণা। অপূর্ব ছবি চারিদিকে

59

পহেলগামে শনিবার তাপমাত্রা রেকর্ড হয়েছে ০.১ ডিগ্রি। ফলে এখানেও মাইনাসে পারদ নামতে আর দেরি নেই বলেই মনে করা হচ্ছে।

69

বরফের চাদরে মুড়েছে সুন্দরী কাশ্মীর। স্থানীয়রা তো বটেই, আনন্দে মেতেছেন পর্যটকরাও। এটা যেন তাঁদের কাছে বাড়তি পাওনা। 

79

কার্গিলে এই মরসুমের প্রথম তুষারপাত হল শনিবার। দ্রাস শহরেও প্রবল তুষারপাত হয়েছে। সেখানে বরফের ৫ ইঞ্চি পুরু স্তর তৈরি হয়েছে। 

89

তবে হালকা সমস্যাও জুটেছে। তুষারাপাতের জেরে ট্র্যাফিক জ্যামে পড়তে হয়েথে হাইওয়ের গাড়িগুলিকে। জম্মুর পুঞ্চ এবং রাজৌরি জেলাকে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানের সাথে সংযোগকারী মুঘল রোডে যানবাহন চলাচল প্রায় আটকে গিয়েছে। 

99

রামবনের বনিহালে গত ১২ঘন্টার মধ্যে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত সর্বোচ্চ ৪৭.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে, কাটরাতে ৩৩.৮ মিমি বৃষ্টি হয়েছে। কাটরা বৈষ্ণো দেবী মন্দিরে আসা তীর্থযাত্রীদের বেস ক্যাম্প।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos