সোমবার (২৮ মার্চ) ফের খুলে দেওয়া হল, তেলেঙ্গানার ইয়াদাদ্রিতে অবস্থিত শ্রী লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দির (Sri Lakshmi Narasimha Swamy Temple in Yadadri )। ২০১৬ সালে এই ঐতিহাসিক মন্দিরটির পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছিল। তারপর, এদিন বিস্তৃত ধর্মীয় আচার-অনুষ্ঠান, যজ্ঞাদির পর, মন্দিরটি ফের খুলে দেওয়া হল ভক্তদের জন্য। রাজ্যের সিএম কে চন্দ্রশেখর রাও, নিজে এই আচার-অনুষ্ঠানে অংশ নেন। প্রসঙ্গত তাঁর আধ্যাত্মিক গুরু চিন্না জেয়ার স্বামীই মুনর্নির্মিত মন্দিরের দরজা ফের খোলার শুভ সময় নির্ধারণ করেছিলেন। আসুন জেনে নেওয়া যাক এই নবরূপে গড়ে ওঠা ঐতিহাসিক মন্দিরটি সম্পর্কে -